দেশিয় জাত, আধুনিক প্রযুক্তি প্রানী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার কয়রায় জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ ও প্রানী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচি এবং প্রাণীসম্পদ মেলার আয়োজন করা হয়। এতে কৃষক, খামারি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বুধবার(২৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের উদ্যোগে এই প্রানী সম্পদ সপ্তাহ পালন করা হয়। কয়রা সদরে র্যালি শেষে প্রানী সম্পদ অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রানী সম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ শুভ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস অফিসার সমীর কুমার সরকার ও উপজেলা কৃষি অফিসার তীলোক কুমার ঘোষ। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার তরুন কুমার রায়, উপজেলা প্রানী সম্পদ সম্প্রারন অফিসার হাসান ফেরদৌস কমল, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, জাগরনী চক্র ফাউন্ডেশনের সমন্বয়কারী মোঃ ইউসুফ আলী, খামারী শাহানারা খাতুন,নারগিস আক্তার, রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে প্রদর্শনীতে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।