বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে গজারিয়া উপজেলায় ক্রীড় সামগ্রী উপহার সহ দলের ৩১ দফার লিফলেট বিতরন করেন।
বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর বাজার সংলগ্ন স্থানে উপজেলা বিএনপির উদ্যোগে এবং জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ এর অর্থায়নে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এবং স্কুল,মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করে।অনুষ্ঠান শেষে ভবররচর বাজার ঘুরে ঘুরে লিফটের বিতরণ করে নেতাকর্মীরা।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আহসান উল্লাহ, বোরহান দেওয়ান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ,যুবদলের উপজেলা আহ্বায়ক ওহিদুজ্জামান অহিদ,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক
ইঞ্জিনিয়ার মুকবুল আহম্মেদ রতন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিক সিকদার,গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাদি ইসলাম বাবু,যুগ্ম আহ্বায়ক আলী হোসেন প্রধান,
সদস্য এসএম সোহেল সরকার,বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসমত আলী তাঁতী,গুয়াগাছিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইস্পাহানি মেম্বার,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাদিম আহম্মেদ অপু, উপজেলা যুবদল নেতা মিলন দর্জি, টেংগারচর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব এমএ হানিফ,ভবররচর ইউনিয়নের সাবেক যুবদলের সভাপতি লোকমান হোসেন সিকদার,বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফুহাদ মৃর্ধা সহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি মুজিবুর রহমান প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চায়।সে জন্য দলিয় নেতাকর্মীদের নির্দেশ দেন আজ শুক্রবার জুম্মা নামাজের পর ইমাম সাহেবদের মাধ্যমে দোয়ার আয়োজন করতে। অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে ছিলেন ভবেরচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা সিকদার।