বরিশালে আজ শুরু হচ্ছে নতুন চারটি আদালতের কার্যক্রম

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৫, ১২:২১ পিএম
বরিশালে আজ শুরু হচ্ছে নতুন চারটি আদালতের কার্যক্রম

বরিশালে আজ রোববার (৩০ নভেম্বর) থেকে নতুন চারটি আদালতের কার্যক্রম শুরু হচ্ছে। এই আদালতের চারজন বিচারক আজ থেকে তাদের কার্যক্রম শুরু করবেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর মো. শহিদুল হক জানিয়েছেন, বরিশালের নতুন চারটি আদালত তাদের কাজকর্ম শুরু করবে।

আদালতগুলো হল-বরিশাল মহানগর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। এই আদালতের বিচারক হচ্ছেন জেলা ও দায়রা জজ মো. মাসুদুর রহমান। বরিশাল জেলা শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক হলেন-জেলা ও দায়রা জজ মোহাম্মদ আশরাফ উদ্দিন।  বরিশাল পারিবার আপিল আদালতের বিচারক রাফিয়া ইসলাম। ল্যান্ড সার্ভে আপীল ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল-আমিন।