ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফারজানা আনোয়ার ডায়াগনষ্টিক সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয়ের মাস উপলক্ষ্যে শুক্রবার দিনব্যাপী ক্যাম্পে কয়েক শত নারী পুরূষ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সদস্য, সরাইল উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ওই ডায়াগনষ্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা: মো. নোমান মিয়া। ফ্রি ক্যাম্পে ঢাকা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক ও ফারজানা আনোয়ার ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক ডা: জোহেব আল হাসনাঈনসহ কয়েকজন চিকিৎসক সেবা প্রদান করেন। ক্যাম্পে আসা রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ পেয়ে আনন্দিত হন।