“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”- এ স্লোগানকে সামনে রেখে নারী শান্তি সহায়ক দল (ওয়েভ) শান্তিগঞ্জ এর উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালী শান্তিগঞ্জ পণ্টে এ গিয়ে মানববন্ধনে মিলিত হয়। আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ওয়েভ শান্তিগঞ্জ-এর সমন্বয়কারী খোরশেদা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব সীমা আক্তার। স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের কুদরত পাশা।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় শান্তিগঞ্জ পিএফজির পিস এম্বাসেডর জিয়াউর রহমান বলেন, “নারীর মানবাধিকার প্রতিষ্ঠা এবং নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।" তিনি আরও বলেন, নারীবান্ধব সমাজ গঠনে বৈষম্য ও সহিংসতা দূরীকরণে স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা জরুরি।
অনুষ্ঠানে বক্তব্য দেন- বিশ্বম্ভরপুর পিএফজির সদস্য কাজলী, ওয়েভ এর লিজা আক্তার, জুই রানী দাস, তমা বৈদ্য, তৈয়বুন নেছা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা নারী ও কন্যাশিশুর প্রতি সকল ধরনের সহিংসতা, বৈষম্য ও নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।