জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (৭ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।
প্রেস সম্মেলনে তিনি জানান, গুম এবং হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়া শেখ হাসিনা সহ ৭৫ জনের পাসপোর্ট বাতিলের মাধ্যমে সরকার তাদের বিরুদ্ধে একধাপ দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে।
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, তিনি জুলাই–আগস্টের গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করেছেন। ৫ আগস্ট তীব্র গণ আন্দোলনের পর শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন এবং বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।
গত কয়েক মাসে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে বিভিন্ন আদালত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক হত্যা মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে চিঠি দিয়ে তাকে ফিরিয়ে আনতে অনুরোধ জানিয়েছে, তবে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে, সরকার প্রবাসী বাংলাদেশিদের সুবিধা বাড়াতে একটি নতুন ব্যবস্থা গ্রহণ করেছে। তারা জানান, প্রবাসীরা এখন থেকে মোবাইলে এসএমএস সেবা পাবেন, যা তাদের ভোগান্তি কমাতে সহায়ক হবে। এছাড়া, পাসপোর্ট অফিসগুলোকে দালালমুক্ত করতে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যেখানে এজেন্ট নিয়োগের মাধ্যমে পাসপোর্ট আবেদনের ব্যবস্থা করা হবে।