-মাওলানা মামুনুল হক

ধর্মীয় অনুশাসন মেনেই রাষ্ট্র পরিচালনা করা মোসলমানদের জন্য আসমানী দায়িত্ব

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ০৭:৪০ পিএম
ধর্মীয় অনুশাসন মেনেই রাষ্ট্র পরিচালনা করা মোসলমানদের জন্য আসমানী দায়িত্ব

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, ধর্মীয় অনুশাসন মেনেই রাষ্ট্র পরিচালনা করা মোসলমানদের জন্য আসমানী দায়িত্ব। সব ধর্মের জন্য ধর্ম নিরপেক্ষ হওয়ার সুযোগ থাকলেও মুসলিমদের জন্য ধর্ম নিরপেক্ষ হওয়ার কোন সুযোগ নেই। যারা ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করে তারা হয় বেঈমান না মুর্খ। বৃহস্পতিবার বিকালে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইহ্ইয়াউল উলুম আল ইসলামীয়া উলামানগর মাদ্রাসায় দারসে বুখারী, দস্তারে ফজিলত ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। আওয়ামীলীগের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, আওয়ামীলীগের নেতারা পলায়ন করলেও কর্মীরা তো আছে তাদেরকে আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করতে হলে ইসলামিক ভাবধারায় রাজনীতি করতে হবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন,হেফাজতে ইসলাম বাংলাদেশের অভয়নগর থানা শাখার আমীর হফেজ মাওলানা গোলাম মাওলা। আয়োজিত দোয়া মাহফিল কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় দুপুর দুইটায়। নির্ধারিত সময়ের পুর্বে কানায় পুর্ন হয়ে ওঠে মাহফিল মাঠ প্রাঙ্গন। দুর দুরান্ত থেকে ছুটে আসেন ধর্মপ্রাণ সাধারণ মানুষ। বিএনপিকে উদ্দেশ্য করে মাওলানা মামুনুল হক আরো বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে ধর্মনিরপেক্ষতাবাদ তুলে দিয়েছিলেন। আপনাদের নেতার এই আদর্শ এখন আপনারা ভুলে গিয়েছেন, কতিপয় নেতা অতি বাম সাজার চেষ্টা করছেন। যারা শহিদ জিয়া আদর্শের বিপরিতে অবস্থান নিয়েছেন তারা বিএনপির কেউ না। এরআগে বক্তব্য রাখেন, ইহ্ইয়াউল উলুম আল ইসলামীয়া উলামানগর মাদ্রাসার মোহতামিম মাওলানা মাসুম বিল্লাহ ও মুফতি ইসমাঈল হুসাইন রহমানীসহ আলেম উলামারা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে