মুন্সিগঞ্জ গজারিয়া বাউশিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে বিএনপি পার্টি অফিস ভাঙচুরের মামলায় গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ। বাউশিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা প্রধান (৬১)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামের মৃত মোসলেম প্রধানের ছেলে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার রাত আনুমানিক ২:৩০ মিনিটে তার নিজ গ্রাম চর বাউশিয়া মধ্যম কান্দি গ্রাম থেকে তার নিজ ঘর থেকে গজারিয়া থানা পুলিশ গ্রেফতার করে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলোম আজাদ বলেন তাকে ডেভিল হান্ট অভিযানে বিএনপি'র পার্টি অফিস ভাঙচুরের মামলায় গ্রেফতার করে মুন্সিগঞ্জ জেল হাজতে পাঠিয়ে দিয়েছি।