বাবাকে নিয়ে পৈত্রিক সম্পত্তির ন্যায্য ভাগ চাইতে গিয়ে চাচা ও চাচাতো ভাইয়ের হাতে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন বিভাগীয় শহর রংপুর থেকে প্রকাশিত দৈনিক পরিবেশ পত্রিকার তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি পিয়ার তুল্লাহ সুমন। লাঞ্ছিত ও জীবনের নিরাপত্তার বিষয়ে তারাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগও করেছেন তিনি । অভিযোগ সূত্রে জানা যায় , রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর সরকার পাড়ায় পৈত্রিক বাড়িতে বসবাস করেন দৈনিক পরিবেশসহ কয়েকটি অনলাইন পত্রিকার তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ পিয়ার তুল্লাহ ওরফে সুমন আহমেদ । গত সোমবার বাবা মোক্তার হোসেন ও ছোট ভাই মোঃ জাকির হোসেনসহ গ্রামের কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সুমন আপন চাচা মোঃ মোবারক হোসেনের (৬৬) বাড়িতে যান পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারার বিষয়ে আলোচনা করতে। কিন্তু তাদেরকে দেখে ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালাগালি শুরু করেন মোবারক। গালাগালির এক পর্যায়ে আজকে তোর লাশ ফেলায়ে দিবো বলে সুমনের গলা চেপে ধরে কিল ঘুষি মারতে শুরু করে চাচা মোবারক। এসময় মোবারকের চার পুত্র মজিতুল্লাহ (৪৭), মোস্তফা (৩৬), মজকার আলী (৪৫) ও চান মিয়া (৪১) বাবার হাত থেকে সুমনকে কেড়ে নিয়ে সুমন ও জাকিরকে কিল ঘুষি মারতে থাকে । সেখানে উপস্থিত গ্রামের ব্যক্তিরা তাদের হাত থেকে সুমন ও জাকিরকে উদ্ধার করে বাইরে নিয়ে আসলে মোবারক ও তার পুত্ররা প্রকাশ্যে সুমন ও তার পরিবারের প্রাণনাশের হুমকি দিতে থাকে। সুমনের বাবা মোক্তার হোসেন বলেন, আমার বাবার রেখে যাওয়া জমির সমান ভাগ এখনো হয়নি। হিসেবের থেকেও প্রায় ১২ শতাংশ জমি জোর করে ভোগ দখল করে আসছে আমার ভাই মোবারক। সেই ১২ শতাংশ জমির কথা বলতে যাওয়ায় আমার সামনে আমার দুই ছেলেকে মারধর করেছে আমার ভাই ও তার পুত্ররা । এ বিষয়ে কথা হলে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে লিখিত অভিযোগ পাওয়ার পরেই একজন সাব ইন্সপেক্টরকে ঘটনা তদন্তের দায়িত্ব দিয়েছি । তদন্ত রিপোর্ট পেলে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।