খুনি সজলের সঙ্গে নার্স অপর্ণা

এফএনএস বিনোদন: : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০১৯, ০৪:১১ এএম

আব্দুন নূর সজল ও অপর্ণা ঘোষ, দুজনেই অভিনয়ে সিদ্ধহস্ত। অভিনয়ের ক্যারিয়ারের শুরু থেকেই অপর্ণা চ্যালেঞ্জিং চরিত্রগুলোতে অভিনয় করে পরিচালকদের আস্থা অর্জন করেছেন। অন্যদিকে সজল বিগত দুই বছর ধরে বেছে বেছে কাজ করছেন। গল্প ভালো হলেই তিনি কাজে নেমে পড়ছেন চ্যালেঞ্জ নিয়ে। ঠিক তেমনি সজলের ভীষণ ভালোলাগার একটি গল্পের নাটক 'জেমস'। নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। নাটকটি রচনা করেছেন হুমায়রা আক্তার, শুভ রায়হান ও তৌহিদ বাপ্পী এবং চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শুভ রায়হান। এরইমধ্যে রাজধানীর খিলগাঁও এলাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে জামশেদ মির্জা আন্ডারওয়ার্ল্ডে জেমস নামেই পরিচিত। তিনি পেশাদার খুনি। জীবনের পথে চলতে চলতে একসময় বন্ধু হাসেমকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর কারণে পরিচয় হয় নার্স জয়িতার সঙ্গে। ভালোবেসে ফেলে জয়িতাকে। কিন্তু জেমস জানতে পারে যে জয়িতা বিয়ের কয়েকদিনের মধ্যে তার স্বামীকে হারায় তাকে জেমসই খুন করেছে। জেমস তা বুঝতে পেরে সব ছেড়ে জয়িতাকে বিয়ে করতে আগ্রহী হয়ে উঠে। এগিয়ে যায় গল্প। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, 'জেমস নাটকের গল্পটা সত্যিই অসাধারণ। কাজটি করে আমার ভীষণ ভালো লেগেছে। অপর্ণা বলেন, 'পরিচালক শুভ সমসাময়িক গল্পের ধারা থেকে বেরিয়ে ভিন্ন ধরনের গল্পে নাটকটি নির্মাণ করেছেন। নাটকটি নিয়ে আমি সত্যিই আশাবাদী।'

পরিচালক শুভ রায়হান জানান শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। সম্প্রতি বৈশাখে মাছরাঙ্গা টিভিতে প্রচার হয়েছে সজল অপর্ণা অভিনীত 'কিছুটা ভুল ছিল' নাটকটি। এতে দু'জনের অভিনয় প্রশংসিত হয়।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW