গফরগাঁওয়ে দুপ্রকের ইফতার মাহফিল ও মতবিনিময় সভা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ১৬ মে, ২০১৯, ০৪:৩৪ এএম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কে.এম এহছান এডভোকেট এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপ পরিচালক ফারুক আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান, ময়মনসিংহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট আনিসুর রহমান খাঁন, সাধারন সম্পাদক ডা. হরি শংকর দাশ, বিএমএ ময়মনসিংহ শাখার সাধারন সম্পাদক ডাঃ হোসাইন আহম্মেদ গোলন্দাজ তারা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন, গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক রফিকুল বাসার । ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW