নাচোলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আবদুস সাত্তার,নাচোল;চাঁপাইনবাবগঞ্জ): : | প্রকাশ: ২২ জুন, ২০১৯, ০৬:৫১ এএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জিত হয়েছে। সারা দেশের ন্যায় ২২ জুন (শনিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে উপজেলার অস্থায়ী ৯৬টি এবং ১টি স্থায়ী কেন্দ্রে অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ১৭৭৪০ জন শিশুকে ১টি করে ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালিত হয়। এদিন সকালে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুলতানা পাপিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ডা. ইমতিয়াজ তারিক ও নাচোল থানার কর্মকর্তা ইন্চার্জ চৌধুরী জোবায়ের আহাম্মেদ। এবছর নাচোল উপজেলায় ১৭ হাজার ৭৪০ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধরণ করা হয়। তার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৩৪৯ জন শিশুকে ১টি করে নীল রঙয়ের ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৫ হাজার ৩৯১ জন শিশুকে ১টি করে লাল রঙয়ের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW