নওগাঁর ধামইরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে একটি র্যালী বের করা হয়। র্যালীশেষে উপজেলা অডিটোরিয়ামে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেণ উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি দেলদার হোসেন, অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ওসি জাকিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান অ্যাকাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার প্রমুখ।