খাগড়াছড়ি কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও সেচ পাম্প বিতরণ

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি) : : | প্রকাশ: ১ জুলাই, ২০১৯, ০৬:৩৮ এএম

খাগড়াছড়ি জেলা পরিষদ কর্তৃক প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও সেচ পাম্প কিতরণ করা হয়েছ। ১জুলাই সোমাবার দুপুরে লক্ষ্মীছড়ি উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ কৃষি উপকরণ বিতরণ করেন। এ সময় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইকবাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। খাগড়াছড়ি জেলা পরিষদের মনিটরিং এ- রির্পোটিং কর্মকর্তা লাচিং মারমা অনুষ্ঠান সঞ্চালনা করেন। পরে ১২জন কৃষকের মাঝে পাওয়ার টিলার ও সেচ পাম্প বিতরণ করেন প্রধান অতিথি। পরে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী লক্ষ্মীছড়ি কলেজ পরিদর্শন করে সার্বিক খোঁজ খবর নেন।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW