পোরশায় স্কুল ছাত্র নিখোঁজ

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : : | প্রকাশ: ৫ জুলাই, ২০১৯, ০১:৩৬ এএম : | আপডেট: ৫ জুলাই, ২০১৯, ০১:৩৬ এএম

নওগাঁর পোরশায় জামিল বাবু (১২) নামের এক স্কুল ছাত্র গত ২৮জুন/১৯ইং তারিখ থেকে নিখোঁজ রয়েছে। সে উপজেলার ঘাটনগর শাহুপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে এবং সাপাহার আল হেলাল একাডেমির ৭ম শ্রেণির শাপলা শাখার ছাত্র। তোফাজ্জল হোসেন জানায়, তার ছেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হোস্টেলে থাকতো। ওই দিন সে আছরের নামাজ পড়তে বের হয়ে যাওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। আতœীয় স্বজনদের সাথে যোগাযোগ করেও কোন খোঁজ পাওয়া যায়নি। তার গায়ের রং শ্যামলা। পরনে কাল ফুলশার্ট ও ট্রাউজার ছিল। কোন সহৃদয় ব্যাক্তি তার খোঁজ পেলে ০১৭১৩-৭১৯৬৯৭ নম্বরে যোগাযোগ করার জন্য তার পরিবার অনুরোধ করেছে। এব্যাপারে সাপাহার থানায় সাধারন ডায়েরি করা হয়েছে বলে তোফঅজ্জল হোসেন জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW