পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরের রাবনাবাদ মোহনা থেকে ঝড়ের কবলে পড়ে ভেসে আসা ভারতীয় ৩২ টি ট্রলার সহ ৫১৯ জন ভারতীয় জেলেকে বাংলাদেশের জল সীমায় অনুপ্রবেশের দায়ে আটক করেছে পায়রা বন্দর কোস্টগার্ড।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মুনিবুর রহমান জানান, আজ রবিবার দুপূর দেড়টার দিকে বঙ্গোপসাগরের রাবনাবাদ চ্যানেলের মৌডুবি এলাকা থেকে এদের আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত আটককৃত জেলেদের চুড়ান্ত সংখ্যা না জানতে পারলেও তিনি জানান, ঘটনাস্থলে পাঠানো নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে জানিয়েছেন, প্রতিটি ট্রলারে কমপক্ষে ১৫-১৭ জন জেলে রয়েছে। তবে আটককৃত জেলেরা প্রাথমিকভাবে দূর্যোগপূর্ন অবহাওয়ার কারণে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে বলে দাবী করেছে। তাদের বাড়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। এনিয়ে পায়রা বন্দরে বিকেলে কোষ্টগার্ডের প্রেসব্রিফিং রয়েছে।
এদিকে, কলাপাড়া কোস্টগার্ডের পেটি কর্মকর্তা বাবুল আক্তার ৩২ টি ট্রলার সহ ৫১৯ জন ভারতীয় জেলেকে আটকের কথা স্বীকার করেছেন। আটককৃত জেলেদের সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কলাপাড়া থানায় হস্তান্তর করা হবে।