বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মৃত্যু

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ১১ জুলাই, ২০১৯, ০৬:৫৫ এএম : | আপডেট: ১১ জুলাই, ২০১৯, ০৬:৫৮ এএম

জেলার বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী গ্রামে বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক দম্পতি মারা গেছে। নিহতরা হলো ওই এলাকার মৃত রজব আলী হাওলাদারের পুত্র কামাল হোসেন (৪০) ও তার স্ত্রী মমতাজ বেগম (৩০)। তাদের ১ পুত্র ও তিন কন্যা রয়েছে।
স্বজনরা জানান, বাড়ির পাশের পাট খেতের ভিতরে বিদ্যুতের তার ছিড়ে পরে রয়েছিলো। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ক্ষেতে পাট তুলতে গিয়ে প্রথমে মমতাজ বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কামাল হোসেন। স্থানীয়রা উভয়কে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল কর্মকর্তা ডাঃ মাকসুদুর রহমান তাদের দুইজনকেই মৃত বলে ঘোষনা করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW