সাগর থেকে ভেসে আসা ট্রলারের আরও ৩ জনের লাশ উদ্ধার

এফএনএস : | প্রকাশ: ১১ জুলাই, ২০১৯, ০৮:৫৫ পিএম : | আপডেট: ১২ জুলাই, ২০১৯, ০৬:১৩ এএম

সাগরে মাছ ধরতে গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজার উপকূলে ভেসে আসা ট্রলারের আরও তিন জলের লাশ পাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে নয় এ দাঁড়িয়েছে।এদের মধ্যে ৭ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।এর আগে বুধবার সকালে ট্রলারটি থেকে ৬ জনের লাশ এবং ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।কক্সবাজার সদর থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, বৃহস্পতিবার রাতে বিভিন্ন সময়ে কক্সবাজার ও মহেশখালীর সমুদ্র উপকূলে ভাসমান অবস্থায় আরও ৩ জনের লাশ পাওয়া যায়।

তিনি বলেন, “সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্ট থেকে ১ জন, মহেশখালীর কুতুবজোম এলাকার থেকে ১ জন এবং কক্সবাজার শহরের সমিতি পাড়া থেকে ১ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে ট্রলারটিতে থাকা জেলেদের মধ্যে ৯ জনকে মৃত এবং ২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে।”

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW