বরিশাল অগ্নিকান্ডে চারটি বসতঘর ভস্মিভূত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ১২ জুলাই, ২০১৯, ০৪:৫৪ এএম

নগরীর সদর রোডের অনামী লেনে শুক্রবার সকাল পৌনে আটটার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে চারটি বসত ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ অশোক দাস জানান, আগামী ৫ আগস্ট তার মেয়ের দিনধার্য করা হয়। যেকারণে বিয়ের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছিলো। এ কারণে অগ্নিকান্ডে তার ক্ষতির পরিমানটাও বেশী হয়েছে। অগ্নিকান্ডে ভস্মিভূত ঘরগুলোর মধ্যে তিনটিতে ভাড়াটিয়ারা বসবাস করতেন। আর একটিতে মালিক ডাঃ মোস্তাক বসবাস করেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টাব্যাপী চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় তদন্ত করে দেখার কথা জানিয়েছে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW