রাজাপুরে খালে ভেসে এলো বিপন্ন মৃত শুশুক, উৎসুক জনতার ভীড়

এফএনএস (মোঃ আঃ রহিম রেজা; রাজাপুর, ঝালকাঠী) : : | প্রকাশ: ১৫ জুলাই, ২০১৯, ০৫:১৬ এএম

ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের জোমাদ্দারবাড়ি ব্রীজ এলাকার খালে ভেসে এসেছে বিলুপ্ত প্রায় শুশুক। সোমবার সকালে ওই এলাকার ব্রীজের গোড়ায় মৃত শুশুকটিকে দেখে উৎসুক জনতা এক নজর দেখার জন্য ভীড় জমায়। এখবর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা শহরসহ বিভিন্ন স্থানের লোকজন দেখতে ছুটে আছে। প্রত্যক্ষদর্শীরা নাঈম হাওলাদার জানান, ৮/১০ ফুট লম্বা ও কয়েম মন ওজনের এ শুশুকটি জেলেদের জাল মুখে পেচিয়ে মারা যাওয়ায় মৃত অবস্থায় ভাসতে ভাসতে এ এলাকায় এসেছে। তাদের ধারণা পাশের উপজেলা কাউখালির সন্ধ্যা নদীতে হয়তো কোন জেলের জাল মুখে পেচিয়ে মারা যাওয়ার পর জোয়ারের ¯্রােতে এ খালে ভেসে এসেছে। শুশুকটির মুখে মাছ ধরা সাইনজাল দেখা যচ্ছে। শুশুক সূর নামে স্থানীয় লোকজনের কাছে পরিচিত। বড় বড় গভীর নদীতে এদের মাঝে মধ্যে লাফ দিয়ে পানির উপরে উঠতে দেখা যায়। সূত্র মতে, শুশুক একটি স্তন্যপায়ী জলজ প্রাণী। গভীর পানিতে এগুলো বসবাস বেশি এবং মাছ খেয়েই এরা বেছে থাকে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW