সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তা সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলন শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ উদয্াপন কমিটির সদস্য সচিব কাওসার হোসেন নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারি মৎস্য কর্মকর্তা আব্বাস আলী, প্রেসক্লাবের সভাপতি শফিকুল আজম চৌধুরী সুজা, সাধারণ সম্পাদক এমএ রশিদ, দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি কবিরুল ইসলাম কবির, মানবজমিনের উপজেলা প্রতিনিধি আবু সালেহ মুসা, আমাদের অর্থনীতির প্রতিনিধি জাকিউল ইসলাম রনি, আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মঈনউদ্দীন মনি, খোলা কাগজের প্রতিনিধি নুর মোহাম্মদসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ।