ভূঞাপুরে পুলিশ সেবা তথ্য কর্ণার উদ্বোধন

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : : | প্রকাশ: ১৭ জুলাই, ২০১৯, ০২:১৭ এএম

টাঙ্গাইলের ভূঞাপুর থানায় পুলিশ সেবা তথ্য কর্ণার উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধায় এ উপলক্ষে ভূঞাপুর থানায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মনির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল হালিম এডভোকেট, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম দুদু, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুল, বাজার সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মুকুল, ট্রাক শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW