চলচ্চিত্রে দেখানো নারীদের অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কথা হলেও ছেলেদের ব্যাপারে কোনও কথা ওঠে না কেন- সে বিষয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি নতুন ছবিতে তার একটি ঘনিষ্ঠ দৃশ্য ফাঁস হওয়া নিয়ে রাধিকা এই প্রশ্ন তোলেন।
রাধিকার ফাঁস হওয়া দৃশ্য নিয়ে যথারীতি শোরগোল পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুরো ঘটনাকে 'সামাজিক ব্যাধি' বলে ক্ষোভ জানান তিনি।
রাধিকা বলেন, আমার আগামি ছবি 'দ্য ওয়েডিং গেস্ট'-এ অনেক সুন্দর দৃশ্য রয়েছে। কই সেগুলো তো সামনে আনল না কেউ! বেছে বেছে যৌন দৃশ্যগুলিই দিতে হল। আর সেসব ভাইরাল হল আমার নামে। দেব প্যাটেলও তো অভিনয় করেছেন। কেন কখনও ছেলেদের নামে এই দৃশ্য ফাঁস হয় না! অন্যায় ভাবে বারেবারে মেয়েরাই কেন ভুক্তভোগী।
রাধিকার আরও ক্ষোভ, অনৈতিক ভাবে ফাঁস হওয়া দৃশ্যে তার সঙ্গে দেবও রয়েছেন। কিন্তু তাকে না দেখিয়ে এমনভাবে অনলাইনে দেখানো হয়েছে যাতে সবার নজর শুধুই তার ওপর পড়ে। শুধুই তার নামে ছড়ানো হয়েছে দৃশ্যগুলি। পুরুষশাসিত সমাজের এটাই রীতি।
২০১৬ সালে রাধিকা অভিনীত 'পার্চড' ছবির কিছু ঘনিষ্ঠ দৃশ্য একইভাবে ফাঁস হয় অনলাইনে। তখন সহঅভিনেতা আদিল হুসেন তা নিয়ে সোচ্চার হয়েছিলেন।
নায়িকা জানিয়েছেন, খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে তার কোনও ছুৎমার্গ নেই। সবার আগে তিনি অভিনেতা। তাই চিত্রনাট্যের খাতিরে যেকোনও চরিত্রে, দৃশ্যে অভিনয় করতে রাজি।
দ্য ওয়েডিং গেস্ট ছবিতে রাধিকা আপ্তে, দেব প্যাটেল ছাড়াও দেখা যাবে জিম সর্বকে। ছবিটি পরিচালনা করেছেন মাইকেল উইন্টারবটম।