ধামইরহাটে তরকারী স্বাদ না হওয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : : | প্রকাশ: ২৩ জুলাই, ২০১৯, ০৪:০১ এএম

নওগাঁর ধামইরহাটে স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। ঘটনার পর স্বামী নুর মোহাম্মদ (৩৫) পলাতক রয়েছে। নিহত গৃহবধুর নাম সাবিনা ইয়াছমিন (৩০)। সোমবার রাত ৯টার দিকে উপজেলার রামরামপুর তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা জানান, রামরামপুর তেলিপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে নুর মোহাম্মদ ২২ জুলাই রাতের খাবারের সময় তরকারি ভাল না হওয়ায় স্ত্রী সাবিনা ইয়াছমিনের সাথে বাকবিতন্ডা হয়, একপর্যায়ে নুর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে পিঠে কোপ দেন নুর মোহাম্মদ। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান স্ত্রী সাবিনা ইয়াছমিন। প্রতিবেশিরা চিৎকার শুনে বাড়ি এসে লাথ দেখে পুলিশে খবর দেয়। ঘটনার পর পলাতক রয়েছে ঘাতক স্বামী নুর মোহাম্মদ।
উল্লেখ্য নুর মোহাম্মদ ২ সন্তানের জনক এবং প্রায় ৭ বছর পূর্বে ১ম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটলে, নুর মোহাম্মদ ঢাকায় রিক্সা চালাতে গিয়ে গার্মেন্টস কর্মী সাবিনার সাথে পরিচয় পরবর্তী ২য় বিয়েতে আবদ্ধ হন। বিয়ের প্রায় ৩ বছর পর রাজশাহীর মতিহার থানার বাকড়াবাদ (ইমামপাড়া) গ্রামের মৃত নুরুল হকের মেয়ে সাবিনা ইয়াসমিনকে নেশাখোর স্বামীর হাতে প্রাণ দিতে হলো। নুর মোহাম্মদ ধামইরহাট থানার একাধিক মাদক মামলার আসামি বলে থানা সূত্র জানায়।
এ ঘটনায় মৃতের ভাই বুলবুল হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ২৭, তারিখ-২৩/০৭/১৯ ইং।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW