সরকারি হলো লক্ষ্মীছড়ি কলেজ

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০১৯, ০৭:০৫ এএম

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার একমাত্র কলেজটি জাতীয়করণে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সরকারি করা হয়েছে বলে জানা গেছে। ২৩জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ড এর সিনিয়র সহকারি সচিব রনি চাকমা স্বাক্ষরিত জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয় সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্মীয়করণ বিধিমালা- ২০১৮ এর আলোকে খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলাধীন লক্ষ্মীছড়ি কলেজ ১৮জুলাই ২০১৯খ্রী. তারিখ হতে সরকারি করা হলো। এর আগে গত ১০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ স্বাক্ষরিত এক পত্রে ‘লক্ষ্মীছড়ি কলেজ’ জাতীয় করণের প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেন।

উল্লেখ্য ২০০২ সালের ১০ মার্চ তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমান পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: রোকন উদ-দৌলা লক্ষ্মীছড়ি কলেজ প্রতিষ্ঠা করেন। কলেজের কার্যক্রম এগিয়ে নিতে বিদায়ী লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্নেল মো: মিজানুর রহমান মিজান, বর্তমান জোন কমান্ডার লে: কর্নেল মো: জান্নাতুল ফেরদৌস, লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইকবালসহ স্থানীয় ব্যাক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা নানাভাবে সহায়তার হাত বাড়ান। দীর্ঘ প্রক্রিয়া শেষে লক্ষ্মীছড়ি কলেজ সরকারি হওয়ায় পিছিয়ে পরা লক্ষ্মীছড়ি উপজেলায় এ এক যুগান্তকারি সাফল্য বলে মনে করেন এলাকাবাসী।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW