রাণীশংকৈলে রাঁধা কৃষ্ণ মূর্তি উদ্ধার

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : : | প্রকাশ: ২৫ জুলাই, ২০১৯, ০৩:২৯ এএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রায় ছয়শত আশি গ্রাম একটি রাধা কৃষ্ণ মুর্তির এক অংশ উদ্বার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। বৃহস্পতিবার পশ্চিঁম কালুঁগাও গ্রামের বাবুল হোসেন ছেলে বিপ্লবের বাড়ী থেকে উদ্বার হয় এ মুর্তিটি। পুলিশ ও স্থানীয়রা উদ্বারের পর মুর্তির অংশটি সোনার হতে পারে বলে ধারণা করলে। থানা পুলিশ ও ইউনিয়ন ভুমি কর্মকর্তা জাহেরুল ইসলাম সহ পৌর শহরের বন্দর লক্ষী জুয়েলার্সে মুর্তির অংশটি পরীক্ষা করে। পরীক্ষা নিরাীক্ষা শেষে মুর্তিটি পিতলের বলে নিশ্চিত করেন জুয়েলার্সের মালিক কেশরী রায়।
থানা কর্মকর্তা ইনচার্জ আবদুল মান্নান বলেন, মুর্তির অংশটি স্বর্ণের এমন ধারণার জায়গা থেকে জুয়েলার্সের দোকানে উপস্থিত জনতা ও গণমাধ্যমকর্মীদের সামনে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় এটি একটি পিতলের মুর্তির অংশ। এর ওজন প্রায় ছয়শত আশি গ্রাম। এটি বর্তমানে থানায় রয়েছে পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হবে।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW