আফগানিস্তানে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৪

এফএনএস : | প্রকাশ: ২৬ জুলাই, ২০১৯, ০৪:৩৩ এএম

আফগানিস্তানে সিরিজ বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।গতকাল বৃহস্পতিবারের ঐ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

এরমধ্যে রাজধানী কাবুলেই তিনটি আলাদা বিস্ফোরণে মারা গেছেন অন্তত ১৫ জন। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করানোয় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, দেশটির নানগারহার প্রদেশে রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩ শিশু ও ৬ নারী রয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW