বঙ্গোপসাগরে ট্রলার ডুবে রাঙ্গাবালীর জেলে নিহত

এফএনএস (মোঃ কামরুল হাসান, রাঙ্গাবালী, পটুয়াখালী) : : | প্রকাশ: ৭ আগস্ট, ২০১৯, ০৪:৩৩ এএম

বৈরী আবহাওয়ায় উত্তাল থাকা বঙ্গোপসাগরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের একটি জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ফরহাদ হোসেন (২৫) নামের এক জেলের মৃত্যু হয়। বুধবার দুপুরে উপজেলার সোনারচর থেকে ৮ কিলোমিটার দক্ষিণের বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামের আমির হোসেনের ছেলে।
স্থানীয় জেলেরা জানান, বুধবার দুপুর ২ টার দিকে বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর প্রচ- উত্তাল হয়ে ওঠে। একারণে চরআন্ডা গ্রামের মিলন হাওলাদারের মালিকানাধীন একটি ট্রলার বঙ্গোপসাগর থেকে চরমোন্তাজের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথিমধ্যে ৭ মাঝিমাল্লাসহ ট্রলারটি ডুবে যায়। পরে অন্য ট্রলারের সাহায্যে ডুবে যাওয়া ট্রলারসহ ৬ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। আর ফরহাদ নামের অপর এক জেলের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, ঘটনাটি শুনেছি। খোঁজখবর নিচ্ছি।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW