কলমাকান্দায় জাতীয় শোক দিবস পালিত

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা, নেত্রকোনা) : : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

কলমাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু'র ৪৪ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মানু মজুমদার এমপি বলেন বঙ্গবন্ধু হত্যা মামলায় দেশে থাকা খুনিদের ফাঁসির রায় কার্যকর হলো। বিদেশে পলাতক খুনিদেরকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খুনিদেরকে যারা সরকারি চাকুরি দিয়ে, পদোন্নতি দিয়ে বিভিন্ন ভাবে পুরস্কৃত করেছে। যুদ্ধাপরাধীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দিয়ে মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে বাড়িতে ত্রিশ লক্ষ শহীদের রক্তে অর্জিত জাতীয় পতাকা তুলে দিয়েছে। তাদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তিনি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদী জীবনের স্মৃতিচারণ করে আরো বলেন বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর আমরা তার প্রতিবাদ করেছি। প্রতিরোধ যুদ্ধ করেছি। গ্রেপ্তার হয়েছে। জেলে ছিলাম। আমাকে ফাঁসির ভয় দেখানো হলো। তবুও আমি সামরিক শাসকদের রক্ত চক্ষুর কাছে মাথা নত করিনি। জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে আমাকে জেল থেকে মুক্ত করে আনেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা সুলতান গিয়াস উদ্দিনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, নারী নেত্রী ক্যামিলিয়া মজুমদার, সহকারী কমিশনার(ভূমি) রুয়েল সি সাংমা, ওসি মো. মাজহারুল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, ভেটেরিনারি সার্জন ডাঃ ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ইদ্রিস আলী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন,উপজেলা প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহম্মেদ রাজু, উপজেলা যুবলীগের সভাপতি এ্যাড, মো. মিজানুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW