সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

এফএনএস (গোলাম কবির; ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ) : : | প্রকাশ: ২২ আগস্ট, ২০১৯, ০৩:২২ এএম : | আপডেট: ২২ আগস্ট, ২০১৯, ০৩:২২ এএম

ভোলাহাটে সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ২২ আগস্ট বৃহস্পতিবার ভোলাহাট প্রেসক্লাবের সামনে সুজন ও ভোলাহাট প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্দ্যোগে ঘন্টাব্যাপি মানববন্ধন করে। যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার, কালেরকন্ঠের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ও সুজন সুশাসনের জন্য নাগরিকের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোনোয়ার হোসেন জুয়েল এর নামে দায়েরকৃত মিথ্যা মানহানি মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববনন্ধন চলাকালে বক্তব্য রাখেন ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি ও ভোলাহাট সংবাদের প্রকাশক সম্পাদক গোলাম কবির, সুজন- সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট শাখার সাধারণ সম্পাদক বিএম রুবেল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহানাজ খাতুন, সুজন-সাশাসনের জন্য নাগরিক ভোলাহাট শাখার সিনিয়র সহ সভাপতি সংবাদিক রবিউল ইসলাম, সহ সভাপতি সাইদুর রহমান, সহ সম্পাদক হাসনাত জামিল তারেক, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হকসহ অন্যরা।
বক্তারা সাংবাদিক জুয়েলকে ষড়যন্ত্রমূলকভাবে একটি প্রভাবশালী মহল মিথ্যা মামলায় জড়িয়েছে। মোনোয়ার হোসেন জুয়েলের নামে মিথ্যা মানহানি মামলা দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানায়। মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে পরর্বতীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে মানববন্ধনে বক্তারা বলেন। মানববন্ধনে ভোলাহাট উপজেলার সকল সাংবাদিক, রাজনীতিবীদ, শিক্ষকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW