রাণীনগরে ফার্মিং পদ্ধতিতে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কনফারেন্স

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : : | প্রকাশ: ২৪ আগস্ট, ২০১৯, ০৫:০৬ এএম

নওগাঁর রাণীনগরে ফামিং পদ্ধতিতে রেশম চাষ বিষয়ক কনফারেন্স ও উদ্যোক্তা অন্বেষন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই কনফারেন্স অনুষ্ঠিত হয় ।
রাণীনগর উপজেলা প্রশাসন ও আঞ্চলিক রেশম সম্প্রসারণ রাজশাহী’র আয়োজনে অনুষ্ঠিত কনফারেন্সে সভাপতিত্ব করেন রাণীগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাজশাহী রেশম উন্নয়ন বোডের মহাপরিচালক মু:আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাজশাহী রেশম উন্নয়ন বোডের উৎপাদন ও বাজারজাতকরণ কর্মকর্তা নাছিমা খাতুন, আঞ্চলিক কর্মকর্তা সেলিম হাসান,সম্প্রসারণ কর্মকর্তা সিরাজুর রহমান,রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল,ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন,জারজিস হাসান মিঠু,সহকারী কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দু,রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম,রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি এসএম সাইফুল ইসলাম ও চাষী শাহাজান আলী প্রমূখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW