নিরাপদ দুধ উৎপাদনে ডেইরি খামারীদের করণীয় শীর্ষক মতবিনিময়

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : : | প্রকাশ: ২৫ আগস্ট, ২০১৯, ০৬:১৮ এএম

নওগাঁর মান্দায় মানসম্মত ও নিরাপদ দুধ উৎপাদনে ডেইরি খামারীদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অভিমান্য চন্দ্রের সভাপতিত্বে সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উত্তম কুমার দাস বিশেষ অতিথি ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, ভেটেরিনারী সার্জন ডা. শায়লা শারমিন ইমু, নওগাঁ জেলা ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াজেদ আলী খান, দুগ্ধ খামারী চন্দন কুমার মৈত্র, উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা দেওয়ান ওয়ালি হোসেন পিন্টু প্রমুখ।
শেষে চন্দন কুমার মৈত্রকে সভাপতি ও মুহাম্মদ জাকির শাহানাকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন মান্দা উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW