দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

এফএনএস (এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা) : : | প্রকাশ: ২৬ আগস্ট, ২০১৯, ০৫:৩০ এএম

নেত্রকোনার দুর্গাপুরের মাদক ব্যবসায়ী সাদির উদ্দিনের পুত্র সজিত মিয়া(১৮ কে কর্মকর্তা চয়েজ ও এসি ব্ল্যাক ভারতীয় ৮ বোতল মদসহ গ্রেপ্তার করেছে নেত্রকোনা গোয়েন্দা পুলিশ(ডিবি)। রোববার রাত সাড়ে ১০টার দিকে দুর্গাপুর ইউনিয়নের লক্ষীপুর বাজার থেকে তাঁকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা ইন-চার্জ মোঃ শাহনুর আলম প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র সাব-ইন্সপেক্টর জাকিরের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সাদির উদ্দিনের পুত্র সজিত মিয়া সহ সঙ্গীয় অপর দুই ব্যাক্তিকে মদের বোতল সহ হাতেনাতে আটক করে গোয়েন্দা পুলিশ। আটককৃত অন্য ২জন হলো চকলেঙ্গুরা গ্রামের আঃ আজিজের পুত্র হান্নান মিয়া(১৮),মেনকী গ্রামের বাবুল মিয়ার পুত্র মান্নান শেখ সানি(১৯)। তাঁেদরকে আটক করে জেলা ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আটককৃতদের কাছ থেকে পাওয়া এসি ব্ল্যাক ৪ বোতল,অফিসার চয়েজ ব্লু ৪ বোতল আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হচ্ছে বলে তিনি জানান। তিনি আরো বলেন,এরকম অভিযান চলমান থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি অনুসরণ করে আমরা কাজ করে যাচ্ছি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW