নোয়াখালীতে মাইক্রোবাস চাপায় শিশু নিহত

এফএনএস (ইকবাল হোসেন সুমন; নোয়াখালী) : : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:৪৫ এএম : | আপডেট: ৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:৪৫ এএম

নোয়াখালীর কবিরহাট পৌরসভায় মাইক্রোবাস চাপায় ঈশা আক্তার (৪) নামের এক শিশু নিহত হয়েছে। ঘটনায় মাইক্রোবাসটি আটক করেছে পুলিশ।

সোমবার দুপুর ২টার দিকে নতুন শাহজীরহাট-চাপরাশিরহাট সড়কের ইন্দ্রপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ঈশা আক্তার ইন্দ্রপুর গ্রামের মো লিটনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চাপরাশিরহাটের উদ্দেশ্যে একটি মাইক্রোবাস ছেড়ে যায়। পথে ইন্দ্রপুর এলাকায় গাড়ীর সামনে দিয়ে দৌড় দিতে গিয়ে গাড়ীর চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় ঈশা। পরে স্থানীয় লোকজন গাড়ীটি আটক করেলেও চালক পালিয়ে যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW