কেশবপুরে ডেঙ্গু রোগে মহিলার মৃত্যু

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৪২ এএম : | আপডেট: ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:০৮ এএম

যশোরের কেশবপুরে ডেঙ্গু রোগাক্রান্ত হয়ে লাভলী খাতুন(৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। সে উপজেলার বারিয়াডাঙ্গা গ্রামের জামির আলীর কন্যা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হারুণ অর রশীদ জানান, গত ২৩ সেপ্টেম্বর লাভলী খাতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগাক্রান্ত হয়ে ভর্তি হন। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রিফার করা হয় পর দিন। এ দিন ভোর রাতে চিকিৎসাধীণ অবস্থায় লাভলী খাতুনের মৃত্যু হয়। বুধবার বেলা ১১ টায় তার দাফণ সম্পন্ন হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW