রাণীনগরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আটক ২

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০১৯, ০৫:৪০ এএম

নওগাঁর রাণীনগরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে জনৈক প্রবাসীর স্ত্রী ও গোলাম মোস্তফা নামে দু’জনকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে। গোলাম মোস্তফা উপজেলার পারইল গ্রামের সাবাজ উদ্দীনের ছেলে।
রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, শুক্রবার গভীর রাতে উপজেলার পারইল গ্রামের গোলাম মোস্তফা জনৈক প্রবাসীর স্ত্রীর ঘড়ে ঢুকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে তাদেরকে আটক করে। এরপর শনিবার সকালে জনতা স্থানীয় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের নিকট সোর্পদ করে। এরপর পরিষদের চেয়ারম্যান থানাপুলিশকে খবর দিয়ে তাদের হাতে সোর্পদ করে। এ ঘটনায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে আটক দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মো: জহুরুল হক।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW