মান্দায় সুদখোরের মারপিটে ওষুধ ব্যবসায়ি আহত

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০১৯, ০৫:৫৫ এএম

 নওগাঁর মান্দায় সুদের টাকাকে কেন্দ্র করে দাদন ব্যবসায়ি ও তার সাঙ্গপাঙ্গদের হামলায় সুবোধ চন্দ্র মন্ডল (৪২) নামে এক ওষুধ ব্যবসায়ি আহত হয়েছেন। এসময় হামলাকারীরা তার ব্যবসাপ্রতিষ্ঠান তছনছসহ ক্যাশে থাকা প্রায় ৪ হাজার টাকা লুট করে নিয়ে যায়। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের দুর্গাপুর কদমতলী মোড়ে হামলার এ ঘটনা ঘটে। আহত সুবোধ মন্ডলকে উদ্ধার করে মান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন সুবোধ মন্ডল জানান, ‘ব্যবসায়িক প্রয়োজনে গত ১১ সেপ্টেম্বর দুর্গাপুর গ্রামের আব্দুস সাত্তারের নিকট থেকে ২০ হাজার টাকা ধার হিসেবে গ্রহণ করি। গত ৩০ সেপ্টেম্বর ১৫ হাজার ও ৭ অক্টোবর ৪ হাজার টাকা পরিশোধ করেছি। অবশিষ্ট ১ হাজার টাকা আগামি মঙ্গলবার পরিশোধ করার কথা ছিল। কিন্তু আব্দুস সাত্তার আমার নিকট ওই টাকার সুদসহ আরও ৫ হাজার দাবি করেন।
তিনি আরও বলেন, এনিয়ে শুক্রবার সকালে আমার সঙ্গে সাত্তারের বাকবিতন্ডা হয়। জের ধরে ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে আব্দুস সাত্তারের নেতৃত্বে একই এলাকার বাচ্চুসহ ৫-৬ জনের সংঘবদ্ধ একটি দল আমার দোকানে প্রবেশ করে অতর্কিত মারপিট শুরু করে। তাদের উপর্যুপরি মারপিটে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে মান্দা হাসপাতালে ভর্তি করে দেন।
ব্যবসায়ি সুবোধ মন্ডল অভিযোগ করে বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে আব্দুস সাত্তার ও তার লোকজন বিভিন্নভাবে হুমকি দেয়া অব্যাহত রেখেছে। এতে পরিবারের সদস্যদের নিয়ে আমি চরম নিরাপত্তাহীনতা ভুগছি।
এ প্রসঙ্গে আব্দুস সাত্তার বলেন,‘আমি সুদের কারবার করি না। সুবোধ মন্ডলকে ধারে ২০ হাজার টাকা দিয়েছিলাম। দুই দফায় তিনি ১৯ হাজার টাকা পরিশোধও করেছেন। লাভসহ তার নিকট আরও ৫ হাজার টাকা পাওনা রয়েছি। এনিয়ে আমাদের মাধ্যে বাতবতিন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।’
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় এজাহার দায়ের করা হয়নি। এজাহার পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW