চট্টগ্রামের মেয়েরা এখন ঘরে বসে নেই

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০১৯, ০২:২৮ এএম

লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি ফোর এর গভর্নর লায়ন কামরুন মালেক বলেছেন-চট্টগ্রামের মেয়েরা এখন আর ঘরে বসে নেই। একসময় চট্টগ্রাম অনেক রক্ষণশীল ছিল। কিন্তু বর্তমানে চট্টগ্রামে অনেক নারী উদ্যোক্তা তৈরি হয়েছে এবং হচ্ছে। অনেক প্রতিষ্ঠান চট্টগ্রাম সহ অন্যান্য জেলার নারী উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে চলছে। সকলের সহযোগিতা পেলে আজকের নারীরা নিজেদের যোগ্যতা ও মেধাকে কাজে লাগিয়ে অনেক দূর যেতে পারবেন।

গতকাল রাতে অনলাইন ভিত্তিক গ্রুপ চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় ১৩তম আন্তর্জাতিক মহিলা এসএমই বাণিজ্য মেলার এক্সিবিশন হলে আয়োজিত ৫ দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ১৩তম আন্তর্জাতিক মহিলা এসএমই বাণিজ্য মেলার চেয়ারপার্সন ডা. মুনাল মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরানসহ অনলাইন ভিত্তিক নারী উদ্যোক্তাদের গ্রুপ গ্যালারী গ্লালস এর স্বত্বাধীকারী নিলুফা আক্তার, স্বত্বাধিকারী রুপা ও লুৎফুন্নেসা রুম্পা। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ফ্যাশন ফেস্ট ২০১৯, যেখানে থাকবে পার্লার, বুটিক্স, প্রসাধনী, অলংকার, জুতা, ব্যাগ, মেহেদীসহ নানান ধরণের ঘরোয়া খাবারের স্টল। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক, সদস্যসহ অন্যান্য নারী উদ্যোক্তাবৃন্দ।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW