রাঙ্গাবালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস (মোঃ কামরুল হাসান, রাঙ্গাবালী, পটুয়াখালী) : : | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০১৯, ০১:০৩ এএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শাহনাজ আক্তার (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২ টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার এলাকার ভাড়াটে বাসা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, প্রায় ৭ মাস আগে চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামের জেলে শামিম খানের সঙ্গে উত্তর চরমোন্তাজ গ্রামের শাহনাজের বিয়ে হয়। তারা ভাড়া বাসা নিয়ে স্লুইস বাজারে বসবাস করছিল। অজানা কারণে বৃহস্পতিবার রাতে সকলের অগোচরে শাহনাজ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে শুক্রবার সকালে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্বজনরা আহাজারি করলে স্থানীয়রা ছুঁটে আসে। খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে শাহনাজের লাশটি উদ্ধার করে। নিহতের পরিবারের দাবি, শাহনাজের মানসিক সমস্যা ছিল।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, ময়নাতদন্ত করার জন্য গৃহবধূ শাহনাজের লাশ উদ্ধার করা হয়েছে। তবে আত্মহত্যার সঠিক কোন কারণ জানা যায়নি। পরিবারের ভাষ্যমতে শাহনাজ মানসিক রোগে ভুগছিল।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW