রাজিবপুরে ৪২০ পিচ ভারতীয় ইয়াবাসহ আকট ১

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০১৯, ০১:০১ এএম

কুড়িগ্রামের চর রাজিবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে রোববার রাত ৮টায় শিবের ডাঙ্গী এলাকা থেকে ৪২০ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। চর রাজিবপুর থানা সুত্রে জানান,উপজেলার শিবের ডাঙ্গী ইউসুফ আলীর চাতালের পাশের রাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে চর রাজিবপুর থানার এসআই বদিউজ্জামান বদি সঙ্গীয় ফোর্সসহ ছুকু মিয়া (৩৫)নামের এ আদক ব্যসায়ীকে আকট করে।। পরে তার দেহ তল্যাসী চালালে তাদের নিকট ৪২০ পিচ ইয়াবা পাওয়া যায়। আটক কৃত মাদক ব্যবসায়ী হলেন রৌমারী উপজেলার কোমরভাঙ্গী নয়া পাড়া গ্রামের জামাল উদ্দিন মন্ডলের ছেলে। চর রাজিবপুর থানার অফিসার ইন চার্জ মো: গোলাম মোর্শেদ তালুকদার জানান, তার নামে চর রাজিবপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে । সোমবার ভোরে তাকে কুড়িগ্রাম কোর্টে চালান করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW