সিংড়ায় দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : : | প্রকাশ: ৯ মার্চ, ২০২০, ০৩:২১ এএম

“দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভুমিকাই মুখ্য” এই বিষয় নিয়ে নাটোরের সিংড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে উপজেলার মোট ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ্র গ্রহণ করে। প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরিন বানু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাংবাদিক সাইফুল ইসলাম প্রমূখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW