র‌্যাব-১০ এর অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এফএনএস : | প্রকাশ: ১১ মার্চ, ২০২০, ০৫:৩৭ এএম

গত ১০/০৩/২০২০ ইং তারিখ রাত ২৩৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃত্বে একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় তার নিকট থেকে ৩০ কেজি গাঁজা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি এ্যাম্বুলেন্স, নগদ ১,৭০০/- টাকা এবং ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ ছালাম (৩৫), পিতা- মোঃ মোক্তার আকন, গ্রামঃ কলাবাগান, থানা- ঝালকাঠি সদর, জেলা- ঝালকাঠি বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামি মাদক চোরাচালান চক্রের সক্রীয় সদস্য এবং দীর্ঘদিন ধরে সে সীমান্ত এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদক দ্রব্যের চালান গাড়ীযোগে বহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় মামলা রুজু করা হয়েছে।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW