শ্রীমঙ্গল প্রেসক্লাবের মৌন মিছিল ও প্রতিবাদ সভা

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২০, ০৩:০২ এএম

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামের মামলা প্রত্যাহার, ঢাকার ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধান ও বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন-এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবীতে মৌন মিছিল ও প্রতিবাদ সভা করেছে শ্রীমঙ্গল প্রেসক্লাব। 
 
আজ সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্হিত প্রেসক্লাব কার্যালয় থেকে মৌন মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শ্রীমঙ্গল শহরের প্রাণকেন্দ্র চৌমোহনা চত্বরে এসে শেষ হয়।
 
পরে এখানে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
 
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম ইদ্রিস আলী, খোলাচিঠি সম্পাদক সরফরাজ আলী বাবুল, সাংবাদিক সাইফুল ইসলাম, কাওছার ইকবাল, মামুন আহমদ, সৈয়দ ছায়েদ আহমদ, আনোয়ার হোসেন জসিম, দীপংকর ভট্টাচার্য লিটন, এম এ রকিব, এম এ শুকুর, অনুজ কান্তি দাস প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW