তানোর উপজেলার পাঁচন্দর ইউপি’র কৃষ্ণপুর-কোচুয়া সড়কে নির্মানকৃত কালভাটের দু’পার্শ্বে মাটি দিয়ে কালভাটটি চলাচলের খুলে না দেয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের সাধারন মানুষ। এলাকাবাসী সুত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের অধিনে তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় গত ২ মাস আগে কৃষ্ণপুর-কোচুয়া সড়কের কৃষ্ণপুর হাটের পশ্চিমে জিতপুর নামক স্থানে কালভাটটি নির্মান কাজ সম্পূর্ন করা হয়। কিন্তু করোনার প্রভাবে ঠিকাদারী প্রতিষ্ঠান বিল না পাওয়া কালভাটটি দু’পার্শ্বের মাটি ভরাট দিয়ে হস্তান্তর করেননি। তবে, কালভাট নির্মানের সময় পার্শ্বের আবাদী জমির উপর দিয়ে বিকল্প রাস্তা দিয়ে জনসাধারন চলাচল করলেও বর্তমানে পানিতে ডুবে গেছে। ফলে এলাকায় বেশ কয়েকটি গ্রামের হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এব্যাপারে যোগাযোগ করা হলে তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তারিকুল ইসলাম বলেন, করোনা প্রভাবের কারনে ঠিকাদারী প্রতিষ্ঠান কোন বিল পাননিম, একারনেই কালভাটটি হস্তান্তর করা হয়নি। তবে, ঠিকাদারী প্রতিষ্ঠানকে কালভাটের দু’ধারে মাটি ফেলে চলাচলের জন্য খুলে দেয়ার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।