রাজবাড়ীতে নতুন করোনা আক্রান্ত, আইসোলিউশনে বৃদ্ধের মৃত্যু

এফএনএস (মেহেদী হাসান মাসুদ, রাজবাড়ী) : : | প্রকাশ: ১৩ মে, ২০২০, ০৫:২৩ এএম

রাজবাড়ীতে আরও একজন করোনা আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি (১৫) একজন নারী, তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাসিন্দা।

এছাড়াও রাজবাড়ী সদর হাসপাতালে আইসোলিউশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আবদুর গাফফার (৭০) নামে সদর উপজেলার এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে রাজবাড়ীর সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ৫৪ জনের নমুনার মধ্যে রাজবাড়ীতে আরো ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে তথ্য এসেছে। আক্রান্ত ব্যক্তি গোয়ালন্দ উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি বাড়িতেই রয়েছেন। পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও সদরর হাসপাতালের আইসোলিউশনে আজ একজন বৃদ্ধ ভর্তি হয়েছিলেন। তিনি দুপুরে মারা গেছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

সর্বশেষ হাসপাতালের আইসোলেশনে ভর্তিকৃত ৭ জন রোগীর মধ্যে ৫ জন সুস্থ হয়ে গত রোববার বাড়ি ফিরেছে।

এ পর্যন্ত সর্বমোট ১৬ জন করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হলেন ১১ জন, আর ২ নিজ এলাকায় চিকিৎসা নিচ্ছেন। বাকী ২ জন এখনও ভর্তি আছেন হাসপাতালে। নতুন ব্যক্তির করোনা ইউনিটে ভর্তির প্রক্রিয়া চলছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW