জমিদারের বউ হলেন হিমু!

এফএনএস বিনোদন: : | প্রকাশ: ১৪ মে, ২০২০, ০৭:১৬ এএম

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। টেলিভিশন নাটকে বেশি কাজ করলেও মাঝে মধ্যে চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। লকডাউনের আগে ‘তোরে কত ভালোবাসি’ নামে একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। এটি পরিচালনা করছেন দেওয়ান নাজমুল। সাঁওতাল সম্প্রদায়ের জীবন কাহিনি নিয়ে এ চলচ্চিত্রের গল্প তৈরি হয়েছে। এতে জমিদারের বউয়ের চরিত্রে অভিনয় করছেন হিমু। নগরীর নবাবগঞ্জে চলচ্চিত্রটির শুটিং শেষ হয়েছে। এ প্রসঙ্গে হিমু বলেনÑ‘ভালো গল্প পেলে মাঝে মধ্যেই চলচ্চিত্রে অভিনয় করি। চলচ্চিত্রটির গল্প ও আমার চরিত্র বেশ ভালো। একটি জনগোষ্ঠীর জীবনাচার ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি, দর্শকের ভালো লাগবে।’ হিমু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘চল যাই’। গত মার্চে মুক্তি পায় এটি। তবে করোনাভাইরাসের প্রকোপে এটি দর্শকের কাছে সেভাবে পৌঁছায়নি। আরো নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে। অন্যদিকে হিমু অভিনীত তিনটি ধারাবাহিক নাটক বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হচ্ছে। কায়সার আহমেদ পরিচালিত ‘বকুলপুর’ প্রচার হচ্ছে দীপ্ত টিভিতে, আল হারুনের ‘ইষ্টিকুটুম’ প্রচার হচ্ছে একুশে টিভিতে এবং সাজ্জাদ হোসেন দোদুল পরিচালিত ‘স্বপ্ন আড্ডা’ প্রচার হচ্ছে বৈশাখী টেলিভিশনে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW