প্রতিবন্ধিদের খাদ্য-সহায়তা দিলেন শ্রীমঙ্গলের ইউএনও

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : : | প্রকাশ: ২৫ জুন, ২০২০, ০১:৫৮ এএম

শ্রীমঙ্গলের দুর্গম ও পাহাড়ি এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের প্রতিবন্ধিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম।
 
শ্রীমঙ্গলের খাসিয়া পুঞ্জি, গারো পল্লী, টিপড়া পল্লী ও চা-বাগানের প্রতিবন্ধিদের বর্তমান করোনাকালীন এই সময়ে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়। 
 
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলামের উদ্যোগে শহর থেকে দুরবর্তী দুর্গম এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রতিবন্ধিদের হাতে এসব খাদ্যসামগ্রী পৌছে দেয়া হয়।
 
এদের মধ্যে রয়েছে হরিণছড়ার প্রতিবন্ধি পাউলুস উড়াং, বিদ্যাবিল গারো লাইনের দৃষ্টি প্রতিবন্ধি নিশিকা চিরান, চৈলতাছড়ার ভ্যালেন্তাইন সুঙ ও ফারুক তংপেয়ার, ডলুছড়ার দৃষ্টি ও শারিরিক প্রতিবন্ধি রাখা ভানু, বিলাশছড়ার শারিরিক প্রতিবন্ধি সুকুমার চাম্বগং ও নাহার পুঞ্জির বুদ্ধি প্রতিবন্ধি বানরুম খংলা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW