শর্শদিতে সম্পত্তির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ

এফএনএস (মাইনুল ইসলাম রাসেল; ফেনী) : : | প্রকাশ: ২১ জুলাই, ২০২০, ০২:৩১ এএম

পারিবারিক সম্পত্তির বিরোধের জের ধরে ফেনী সদর উপজেলার শর্শদিতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খোকনকে (৪০) খুনের অভিযোগ উঠেছে। সোমবার রাত সাড়ে ১০ টায় শর্শদীর রাস্তার খিল বাজারের রফিক মার্কেটে এ ঘটনা ঘটে। 
 
মৃতের শ্যালক এনামুল হক অভিযোগ করেন, মার্কেটের দোকান ঘরের মালিকানা নিয়ে ছোট ভাই হেলাল ও ভগ্নিপতি শাহজাহানের সাথে খোকনের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও কিলঘুশির ঘটনা ঘটে।এসময় খোকন ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে পুলিশ খবর পেয়ে লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
 
শ্যালক এনামুল হক আরো জানান, খোকনের সাথে তার ভাই হেলাল (৩৮) ও ভগ্নিপতি শাহজাহানের (৪৫) হাতাহাতি ও অতিরিক্ত মারধরের ফলে বোনের জামাই হত্যার শিকার হয়েছে। 
 
ফেনী মডেল থানার পরিদর্শক আলমগীর হোসেন জানান,লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
 
বড় ভাই খোকন ও ছোট ভাই হেলাল একই এলাকার মহাজন বাড়ির মৃত রফিক মেম্বারের ছেলে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW