শ্রীমঙ্গলে 'সচেতন নাগরিক মঞ্চ' পরিদর্শনে ডিসি-এসপি

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২০, ০৩:৪৬ এএম

শ্রীমঙ্গল উপজেলা করোনা প্রতিরোধ কমিটির আয়োজনে এবং শ্রীমঙ্গল শহরের প্রাণকেন্দ্র চৌমোহনায় স্হাপিত 'সচেতন নাগরিক মঞ্চ' পরিদর্শন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

শুক্রবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের আমন্ত্রনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সচেতন নাগরিক মঞ্চে আসেন।

করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে শ্রীমঙ্গল উপজেলায় সকলের মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্হ্যবিধি প্রতিপালনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শ্রীমঙ্গল করোনা প্রতিরোধ কমিটির ব্যবস্হাপনায় সচেতন নাগরিক মঞ্চে বক্তব্য রাখেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার মো. ফারুক আহমদ।

সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদার, উপজেলা স্কাউটের সাধারন সম্পাদক বিমান বর্ধন, করোনা প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, রোভার স্কাউটের সদস্যবৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW