রাজিবপুরে ভারতীয় গাজাঁসহ আটক ১

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২০, ০৪:৫২ এএম

কুড়িগ্রামের রাজিবপুরে ৫ কেজি ৫শত গ্রাম ভারতীয় গাজাঁসহ দুলু মিয়া (৪৫) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে চর রাজিবপুর থানা পুলিশ। চর রাজিবপুর থানা সুত্রে জানান গেছে, এস আই জালাল উদ্দিনের নেতৃত্বে এ এস আই আবদুর রউফ ,এ এস আই নুর সাদেক ও এ এস আই আতাউর রহমান সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা সাড়ে ১০টার দিকে রাজিবপুর ইউনিয়নের জাউনিয়ার চর মস্তান মোড় এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ী কে আটক করে। মাদক ব্যবসায়ী দুলু মিয়া গাজাঁ গুলো বস্তাতে ভরে হেটে বটতলার দিকে যাচ্ছিল। পুলিশ চ্যালেঞ্জ করলে তার নিকট থেকে সাড়ে ৫ কেজি ভারতীয় গাজাঁ পাওয়া যায়। সে একজন নামকরা মাদক ব্যবসায়ী। দীর্ঘ দিন যাবৎ এ এলাকা দিয়ে সকল প্রকার মাদক ব্যবসা করে আসছিল। সে জাউনিয়ার চর জালচিড়া পাড়া গ্রামের মৃত্যু আবুল কাশেমের পুত্র। চর রাজিবপুর থানার কর্মকর্তা ইনচার্জ মো. নবীউল হাসান জানান,তার নামে ২০১৮ সালের ৩৬(১)স্বারণী১৯(ক)গাজাঁ মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেলন করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW